২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

মূল : রবার্ট নিসবেট বেইন
নাগকন্যা -

(গত দিনের পর)
আমি পারব না, ওহে প্রিয় নাগকন্যা। আজ থেকে এই বনেই থেকে যাবো আমি। থেকে যাবো তোমার কাছে, তোমার পাশে।
সে আর সম্ভব নয় নওকর। এখন আমি তো আর মানুষ নই। কোনো দিনও আর মানুষ হতে পারব না। সে সুযোগ একবারই এসেছিল আমার। ভাগ্যদোষে আবার স্বজাতিকুলেই ফিরে এলাম। তুমি এখানে থেকো না প্রিয়। সাপের জাতিকে বিশ্বাস নেই। যেকোনো সময় তোমাকে ছোবল মেরে বসতে পারি আমি। তুমি বরং ফিরে যাও। তোমার কথা স্মরণে রেখে বাকি জীবনটা আমি সাপ হয়েই কাটিয়ে দেবো।
নওকর আর কী করবে। সে ফিরে যাবার জন্য মনস্থির করে। এমন সময় নাগকন্যা বলে, শুনো হে প্রিয়তম নওকর। যাবার বেলায় আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। তবে সাবধান, তোমার হাতে যেন আমি ছোবল দিয়ে না বসি! সাপের জাতি আপন পর বুঝে না। ‘এ স্নেক ডাজনট ইভেন নো ইটস বিলাভড’।
(চলবে)


আরো সংবাদ



premium cement