১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

জানা অজানা

-

নারকেল

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই নারকেল চেনো, তাই না? এর অপর নাম নারিকেল। কচি নারকেলকে বলে ডাব, যা তোমাদের জানাই আছে। তোমরা হয়তো ডাবের পানি পান করে থাকবে। নারকেলের শাঁসও হয়তো কেউ কেউ খেয়ে থাকবে। আমাদের দেশের সব এলাকায়ই কম-বেশি নারকেলগাছ আছে। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ হিসেবেও বিবেচিত। এর ফল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে এলবোমিন, টকোফেরল ও টারটারিক অ্যাসিড। নারকেল সাধারণত শক্তিবর্ধক। এটি পাকস্থলীর শক্তিও বাড়ায়। এ ছাড়া নারকেল শারীরিক শক্তি বৃদ্ধিতেও সহায়ক। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করবে। মনে রেখো নারকেলের ইংরেজি ঈড়পড়হঁঃ এবং এর বৈজ্ঞানিক নাম ঈড়পড়ং হঁপরভবৎধ.


আরো সংবাদ



premium cement