১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
জানা অজানা

জাভালিনা – ১

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা বিভিন্ন প্রাণী চেনো। জাভালিনা চেনো কি? এটি কী? উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যম আকারের স্তন্যপায়ী প্রাণী। এটি দেখতে শূকরের মতো, তবে শূকর নয়। জাভালিনা শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ জাবালিনা থেকে। আর জাবালিনার উদ্ভব আরবি শব্দ জাবাল (পাহাড়) থেকে। জাভালিনা অর্থ কী? পাহাড়ি শূকর। এটি পেকারি নামেও পরিচিত। বাহ্যিক দৃষ্টিতে শূকরের সাথে জাভালিনার বেশ মিল দেখা যায়। এদের নাকের ডগায় শূকরের ন্যায় চাকতির মতো গঠন রয়েছে। এ ছাড়া জাভালিনার চোখও অনেকটা শূকরের মতো। এসব মিলের কারণে কেউ কেউ জাভালিনাকে শূকর বলে থাকে। এ প্রাণীর দু’চোখের নিচে এবং দেহের পেছনের দিকে ঘ্রাণগ্রন্থি রয়েছে। গ্রন্থি নিঃসৃত ঘ্রাণ দিয়ে এটি এর এলাকা চিহ্নিত করে রাখে। কোনো পালের জাভালিনা অন্য পালের জাভালিনার সাথে গা ঘষাঘষি করে ঘ্রাণ নিঃসৃত করে এবং ওই জাভালিনাকে চিহ্নিত করে। জাভালিনার একটি পালে প্রায় ১০০ সদস্য থাকে।

 


আরো সংবাদ



premium cement