১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

মূল : রবার্ট নিসবেট বেইন
-

(গত দিনের পর)
এই কিষানির আগ্রহ আছে বেশ। শেষে কি না এই কিষানিকে রাখতে হয় শস্য কাটার জন্য।
ভীষণ রাগ হলো নওকরের। নাগকন্যার প্রতি রাগে ফুঁসছে সে এখন। মুখে বিড় বিড় করতে করতে নওকর দ্রুত পায়ে বাড়ি ফিরে আসে। যব পেকে মাটিতে ঝরছে। অথচ কেটে ঘরে তোলার নাম নেই। বাড়িতে এসেই নওকর খুঁজতে থাকে নাগকন্যাকে। কিন্তু কই? তার নাগবউ কই?
সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে বেড়াল। নেই, কোথাও নাগকন্যার দেখা নেই। অবশেষে শোবার ঘরে চলে এলো সে। সেখানেও নেই! রাগে মাথা যেন ঠিক নেই তার। ঘরের জিনিসপত্র, আসবাব, বিছানা, বালিশ সব উলোট-পালট করতে লাগল রাগে।
একসময় বিছানার ওপর রাখা বালিশটা ছুড়ে ফেলে দিলো দূরে। হঠাৎ বালিশের নিচে চোখ পড়ে তার। কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটি সাপ! ভয়ে চিৎকার দিতে যাবে, তখন সাপটি নিজেই কথা বলে উঠল। (চলবে)


আরো সংবাদ



premium cement