২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

অদ্ভুত অদল বদল

-

ছাব্বিশ.

গাভু বলল, ‘তাতে ভালোই হবে। আমরা দুজন ভুল মানুষের মধ্যে ঢুকে পড়েছি। তাতে আমাদের কোনো উপকার হচ্ছে না। ওই মানুষ দু’জনের শরীরের অবস্থা দেখেছিস? একজন চিমসে হতে হতে নাই হয়ে যাচ্ছে, অন্যজন মোটা হতে হতে ফেটে যাওয়ার মতো হয়েছে।’
‘তাই তো দেখছি। তাহলে এখন কি করা যায়?’
‘কি আর করা যাবে? আমাদের নিজেদেরকে আবার অদল বদল করে নিতে হবে।’
‘তার মানে?’
‘মানে তুই ঢুকে পড়বি মোটার মধ্যে আমি চিমসের মধ্যে। তাহলে তো ওলোটপালোট হয়ে যাবে।’
‘না, যাবে না। আমার ধারণা ভুল ছিল। ভেবেছিলাম আমাদের আলাদা নিজেদের কোনো সত্তা আছে। কিন্তু তা নেই। সেজন্য যে মানুষের মধ্যে ঢুকব তার রুপ ধারণ করব। কাজেই আমি রোগা আমি রোগার মধ্যেই থাকব, তুই মোটা তুই মোটার মধ্যেই থাকবি।’

‘কিন্তু থাকতে কি পারব?’ টাভু চিন্তিত স্বরে বলল, ‘ওঝা না আমাদের বের করে দেবে?’
‘ওঝা আমাদের বের করে দেওয়ার কে? আমরা ইচ্ছে করলে নিজেরাই বের হয়ে যেতে পারি আবার ঢুকতে পারি। ওঝার খেলাটা দেখা দরকার!’
‘তাহলে কি আমরা দু’জনেই এখন মানব-শরীরের বাইরে বাইরে থাকব?’
‘কী দরকার? মানব-শরীরের ভেতরে অনেক মজা। শরীরের ভেতরেই ঢুকে থাকি। প্রয়োজনে বাইরে বেরিয়ে পড়ব।
(চলবে)


আরো সংবাদ



premium cement