১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

মূল : রবার্ট নিসবেট বেইন
-

 

(গত দিনের পর)
শস্যক্ষেতের আল বেয়ে হাঁটছে আর কথাগুলো ভাবছে নওকর। এমন সময় এক কিষানির সাথে দেখা হলো তার।
কিষানি বলে, কী ব্যাপার হে নওকার, তোমার ক্ষেতের যব যে পেকে নু্যুয়ে পড়ছে। ঘরে তুলছ না কেন?
: হ্যাঁ, তুলব।
: আমাকে কাজে রাখবে? এত শস্য তুমি তো একা কেটে নিতে পারবে না। তোমার বউটিও বেশ কাজের। সেও পারবে না। এত যব, কারো পক্ষে একা তোলা সম্ভব নয়। এই যে দেখো, তোমার এই ক্ষেতের যবগুলো পেকে মাটিতে ঝরে যাচ্ছে। কবে ঘরে তুলবে হে?
কিষানির কথা শুনে নওকর ভাবছে, সত্যিই তো। যব যে আসলেই বেশি পেকে গেছে। মাটিতে ঝরে পড়তে শুরু করেছে। নাগকন্যা কি এসব দেখেনি?
কবে যব কাটবে সে? রাগে গজরাতে গজরাতে তার মুখ থেকে বেরিয়ে এলো, সাপ চিরকাল সাপই থাকে। ‘ওয়ান্স এ সার্পেন্ট, অলওয়েজ এ সার্পেন্ট’। মুখ থেকে ফস করে বের হয়ে গেল কথাটি। মুখে আরো বলল সে, ওই সার্পেন্ট বুঝি এবার আমার শস্য কাটবে না। (চলবে)

 


আরো সংবাদ



premium cement