১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

অদ্ভুত অদল বদল

-

চব্বিশ.
বন্ধু আব্বাছ খাঁকে দেখে থপথপ পা ফেলে শারাফাত আলী কাছে চলে এলো। ধপাস করে বিশাল শরীরটা বস্তার মতো বেঞ্চের ওপর ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ‘একটু জিরিয়ে নিই। তারপর কথা বলছি।’
আব্বাছ খাঁ সময় দিলো। গুটলু ভয়ে বেঞ্চে বসেনি। আব্বাছ খাঁর পেছনে দাঁড়িয়ে আছে।
শারাফাত আলী গুটলুর দিকে তাকিয়ে বলল, ‘ছেলেটা কে? বডিগার্ড নাকি?’
‘সেইরকমই। কিছু ব্যাপার ঘটেছে। সে কারণেই তোমার সাথে কথা বলা দরকার।’ আব্বাছ খাঁ গত রাতের ঘটনা নিজের মুখে বলল। তারপর গুটলুকে ভূতের ব্যাপারটা বলতে বলল।
সব শুনে টুনে শারাফাত আলী বলল, ‘তোমার তো তাও একজন সাক্ষী আছে। আমার কেউ নেই। তবে আমি হলফ করে বলতে পারি, আমার ভেতরে একজন ভূত ঢুকে আছে। তোমার মতোই চিমসে এক ভূত। সেই ভূত খালি খাই খাই করে। আর খাওয়াতে খাওয়াতে বেলুনের মতো বানিয়ে ফেলেছে।’
আব্বাছ খাঁ বলল, ‘তোমার সাথে কোনো ঘটনা ঘটেছে নাকি?’
‘ঘটেনি আবার? সেদিন আড়তে বসে আছি। সন্ধ্যের পরপরই। এক সুদের কারবারি এসেছে সুদে টাকা খাটাতে। আমি যত বলি সুদের ব্যবসা ছেড়ে দিয়েছি ততই সে নাছোড়বান্দা। খুবই বিরক্ত করতে লাগল। পারলে আমার ক্যাশবাক্স লুট করে নিয়ে যায়। আমি তখন পড়ে গেছি অসহায় অবস্থায়। খুব ইচ্ছে করছিল এক চড় কষিয়ে দেই। আর তখনই অদ্ভুত একটা ব্যাপার ঘটে। যেন কেউ অদৃশ্য হাতে লোকটার গালে ঠাটিয়ে চড় কষিয়েছে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement