২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
জানা অজানা

উড়ুক্কু কাঠবিড়ালি

উড়ুক্কু কাঠবিড়ালি -

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো উড়ুক্কু কাঠবিড়ালি সম্পর্কে জেনে থাকবে। উড়ুক্কু কাঠবিড়ালি নাম হলে কী হবে, এটি কিন্তু পাখির মতো উড়তে পারে না। তবে বাতাসে ভর করে এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাওয়ার মতো লাফিয়ে বেড়াতে পারে। তার মানে উড়ুক্কু কাঠবিড়ালি উড়তে পারে না, শুধু ওড়ার মতো লাফিয়ে বেড়াতে পারে। কিভাবে? এ প্রাণীর সামনের পা দু’খানা পেছনের পায়ের সাথে পাতলা চামড়া দিয়ে অনেকটা ডানার মতো করে জোড়া থাকে। এরই সাহায্যে এটি বাতাসে ভর করে গাছে গাছে ওড়ার মতো লাফিয়ে বেড়ায়। উড়ুক্কু কাঠবিড়ালি পাওয়া যায় কোথায়? রাশিয়ার সাইবেরিয়া, ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকায় উড়ুক্কু কাঠবিড়ালি দেখা যায়। এ ছাড়া উত্তর আমেরিকার মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার ব্রাজিলে এটি দেখা যায়। উড়ুক্কু কাঠবিড়ালির ইংরেজি flying squirrel. -ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement

সকল