২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

মূল : রবার্ট নিসবেট বেইন
-

(গত দিনের পর)
তুমি তার কাছে গিয়ে সরি বলো। সরি বলাতেই মন নরম হবে তার। সে তোমাকে আবার মাঠে কাজে পাঠাবে।
: আমার কাজে মন বসে না।
: এবার যাও, মন বসবে তোমার। মাঠে গিয়ে দেখবে অন্য শ্রমিকেরা শস্য কেটে রেখেছে। তুমি শস্যগুলো ওয়াগনে তুলতে সাহায্য করো তাদের। তারপর নিজে গাড়ি চালিয়ে মনিবের বাড়ি নিয়ে যাও শস্যগুলো। মনিব তোমার কাজে খুশি হবেন। তোমাকে পুরস্কৃত করতে চাইবেন। কিন্তু- - -।
: কিন্তু কী?
: তুমি পুরস্কার নেবে না।
: কী করব তা হলে?
: তুমি এক গোছা শস্যের আঁটি চেয়ে নিবে নোবলম্যানের কাছ থেকে। তুমি যে ওয়াগন গাড়িটি চালিয়ে শস্যগুলো বাড়ি নিয়ে এসেছ, সেই শস্য গোছাগুলো থেকে এক গোছা শস্য চেয়ে নিবে তুমি। এটাই হবে তোমার পুরস্কার।
: তারপর?
(চলবে)


আরো সংবাদ



premium cement