২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

মূল : রবার্ট নিসবেট বেইন
-

(গত দিনের পর)

সেই শক্তিও নেই তার। পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে। মৃত্যু নিশ্চিত ভেবে ঠায় দাঁড়িয়ে থাকে সে। এমন সময় সে বুঝতে পারে, সাপটি বুঝি তার সাথে কথা বলছে। তাকে প্রশ্ন করছে, কোথায় যাও ওহে নোবলম্যানের নওকর?
সাপ যে কথা বলতে পারে, এমনটিও ভাবেনি যুবকটি। সাপের প্রশ্নের উত্তর দেয়ার শক্তিও নেই তার। সে তো কাজে ফাঁকি দিয়ে এসেছে। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে। কোথায় যাই, এ প্রশ্নের তো কোনো উত্তর নেই।

সাপটি আবার কথা বলে। কথা বলছ না যে? কাজে ফাঁকি দেয়ার ফল টের পাবে এবার। তোমাকে গিলে খাবো আমি। নাও, মরণের প্রস্তুতি নাও।
কোনো কিছু না ভেবেই নওকরের মুখ থেকে উচ্চারিত হলো, ঠিক আছে, খেয়ে ফেলো আমায়।
(চলবে)


আরো সংবাদ



premium cement