২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জানা অজানা

পাতাল রেল

পাতাল রেল -

ছ্ট্টো বন্ধুরা,

তোমরা হয়তো পাতাল রেল সম্পর্কে শুনে থাকবে। মাটির নিচে পরিবহনের জন্য গড়ে তোলা রেলপথের নাম পাতাল রেল। একে মেট্রো বা টিউব রেলও বলা যায়।
বিশ্বের প্রথম পাতাল রেল প্রতিষ্ঠিত হয় লন্ডন নগরে। পরে নিউ ইয়র্ক, প্যারিস, মস্কো প্রভৃতি শহরেও পাতাল রেল গড়ে তোলা হয়। বাংলাদেশে পাতাল রেল আছে কি? নেই। আমাদের প্রতিবেশী দেশ ভারতের কলকাতা শহরে পাতাল রেল আছে। এবার ছবি দেখো।

 


আরো সংবাদ



premium cement