১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

মূল : রবার্ট নিসবেট বেইন
-

(গত দিনের পর)
হাঁটছে আর ভাবছে, পৃথিবীতে সে বড় একা। মা নেই, বাবা নেই। ভাই-বোন কেউ নেই। সহায় সম্পত্তিও নেই তার। কী উদ্দেশ্য এ জীবনের? কী উদ্দেশ্যে বেঁচে থাকা?
পৃথিবীতে এত মানুষ, এত কাজ, এত আয়োজন! কিন্তু তার কিছু নেই। না আছে নিজের কোনো কাজ, না আছে জীবনের কোনো লক্ষ্য। পৃথিবীতে কেনইবা আসা, কেনইবা বেঁচে থাকা। কথাগুলো দার্শনিকের মতো হলেও এই বিজন বনে সে এমন কিছুই ভাবছে। ভাবছে আর হাঁটছে।
গহিন বনের ভিতর দিয়ে হাঁটছে সে। হঠাৎ বাতাসের অস্বাভাবিক হুঁস হুঁস শব্দ। ভয় পেয়ে চমকে উঠে সে। সামনে তাকিয়ে দেখে প্রকাণ্ড এক সাপ। মাথা সমান উঁচু হয়ে ফণা তুলে পথ আগলে আছে। মনে হচ্ছে, সাপটি তাকে সামনে এগোতে দেবে না। নওকরটি ভয়ে অবস হয়ে যায়। নির্বাক তাকিয়ে থাকে। নাক বরাবর লিকলিক করছে সাপের জিহবা। দৌড় দেবে? (চলবে)

 


আরো সংবাদ



premium cement