২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

-

(গত দিনের পর)
পৃথিবীর অপর প্রান্তে কি ঘটছে, সেই খবরও তারা পেয়ে যায়। শ্রী আংটি কোথায় আছে, সেই খবর নিতে দেরি হয়নি নাগপুত্রের। আর সেই দিকেই ছুটে চলছে সে। ছুটতে ছুটতে পরের দিন সকালে হাজির হয় সেই রাজপ্রাসাদের কাছে।
নদীর জল থেকে উঠে এসে প্রাসাদ-প্রাচীরের গোড়ায় এসে পৌঁছে সে। নাগপুত্র মনে মনে ভাবছে, এখন আরো সাবধান হতে হবে। মনুষ্যজাতি বড় নিষ্ঠুর। তাদের চোখে পড়লে ঘিরে ধরবে আমায়। লাঠির আঘাতে পিটিয়ে মেরে ফেলবে আমায়। যা কিছু করতে হবে সাবধানে এবং রাতের বেলায়। এখন তো মাত্র সকাল। এই দিনটা লোকচক্ষুর আড়ালে পালিয়েই থাকতে হবে। কোথাও কোনো গাছের কুঠোরিতে অথবা মাটিতে কোনো ইঁদুরের গর্তে গিয়ে লুকিয়ে থাকতে হবে। সন্ধ্যার পর রাত যখন গভীর হবে, তখন বের হবো শ্রী আংটি উদ্ধারের অভিযানে।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement

সকল