২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

-

(গত দিনের পর)

অল্প সময়ের মধ্যেই রূপের কন্যার বড় আপন হয়ে উঠল বুড়ি রাক্ষুসী। বুড়ির এমন মায়াভরা কথায় ভুলে গেল সব। রাক্ষুসী তার পাতানো বহিন রূপের কন্যাকে বলে, ওগো বহিন, আমি যে তোমাদের বাড়িতে আছি এক কথা তোমার স্বামীকে বলো না কিন্তু। শশুরবাড়ির আত্মীয়দের কোনো স্বামীই পছন্দ করে না। আমি বুড়ো মানুষ, তোমাদের বাহির ঘরের এক কোণে পড়ে আছি। দু’দিন পর চলে যাবো। দুই দিনের জন্য কোনো পুরুষ মানুষের সাথে দেখা হোক, এটা আমার ভালো লাগে না বহিন। আমার এই বোনের সাথে একটু গল্প করব, সুখ দুখের কথা কবো। তারপর যেভাবে এসেছি, সেভাবেই চলে যাবো। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কে আছে বহিন?
এভাবেই দুই দিন কেটে গেল রাক্ষুসীর। তৃতীয় দিনে সে কথা বলতে বলতে বলে, বহিন, তোমরা এত ধনী! কী কাজ করে তোমার স্বামী? সে তো সওদাগরের পুত্র। নিশ্চয়ই বড় কোনো বাণিজ্য করে সে।
(চলবে)

 

 


আরো সংবাদ



premium cement