২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সাপের শুনতে পাওয়া

-

তোমরা সবাই সাপ চেনো, তাই না? সাপের কান আছে কি? নেই। কান না থাকলেও সাপ শুনতে পায়। কী করে? সাপের শোনার পদ্ধতি অন্য প্রাণীদের মতো নয় বা অন্যদের মতো অতটা প্রখরও নয়। আসলে সাপ খুব নিম্ন কম্পনের শব্দগুলো শুনতে পায় বলে গবেষকরা ধারণা করেন। কিন্তু কিভাবে! সাপের বহিঃকর্ণ (মানে দেহের বাইরের কান) না থাকলেও অন্তঃকর্ণ আছে। সাপ যেখানেই অবস্থান করুক না কেন, সেখানে যেকোনো কম্পন হলে মাটির মধ্য দিয়ে সেটা তার দেহের চামড়া, হাড় বা পেশির মাধ্যমে অন্তঃকর্ণে প্রবেশ করে। এর ফলে সাপ শব্দের অনুভূতি পায় এবং শত্রু বা মিত্রের অবস্থান বুঝতে পেরে সতর্ক হয়। এমনকি এ সময় সে মুখ দিয়ে হিসহিস শব্দ করে তার শত্রুকে ভয় দেখায়। শব্দ ব্যবহার করে সাপেরা নিজেদের মধ্যে কোনো যোগাযোগ করতে পারে না। আর সাপুড়ে বাঁশি বাজিয়ে যে সাপের খেলা দেখায় সেটা আসলে এক ধরনের ভাঁওতাবাজি। এই বাঁশির আওয়াজ না শুনেই সাপ মাথা দোলায়। আসলে সাপুড়ের বাঁশি বাজানোর তালে তালে তার হাতও ওঠানামা করে আর তাতেই সাপ নিজেও নড়াচড়া করে।ধ


আরো সংবাদ



premium cement