২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

-

(গত দিনের পর)

ছলনাময়ী রাক্ষুসী বুড়ি বলে, কতদিন আমার এই বহিনকে দেখি না। আমার এমন সুন্দর বহিন, কেমন শুকিয়ে গেছে। সেই ছোট্ট বেলায় কোলে পিঠে করে মানুষ করেছি তোমায়। আহারে, স্বামীর ঘরে এসে কত কষ্টেই না আছো তুমি। স্বামী তো নয়, এক অজপাড়ার গেঁয়ো ভূত। সে কিনা আমার বহিনকে বিয়ে করে নিয়ে এসেছে এই বিরান ভূমিতে। সংসার তো নয়, এ যেন গারদখানা। আমার বহিনকে এক গারদখানায় রেখে দিয়েছে কালো গেঁয়ো ভূতটা।
এক ঝুনকো বুড়ির মুখে এমন কথা শুনে রূপের কন্যা অবাক হয়। মুখে বলে, না না দাদি মা। আমি তো বেশ সুখেই আছি। তোমার জামাই আমাকে রাণীর মতো করে রেখেছে।
বুড়ি মনে মনে ভাবে, না এভাবে নয়। রূপের কন্যা তো বেশ সুখেই আছে স্বামীর বাড়িতে। তাকে কোনো দুঃখের কাহিনীতে ভুলানো যাবে না। অন্য কোনো ছলনার আশ্র্রয় নিতে হবে। সতর্ক হয় বুড়ি। তারপর মুখে বলে, তা, তোমার সুখের কথা শুনে ভালোই লাগল বহিন। জামাই বাবু কই? দেখি না যে?
(চলবে)


আরো সংবাদ



premium cement