১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

-

(গত দিনের পর)

ঘরের দরজা খুলল রাজপুত্র। তারপর তার রাক্ষুসী দাদির হাতে চুলের একগাছি তুলে দিলো সে। বলল, এই রূপের কন্যাকে না পেলে আমি মরে যাবো দাদি। তুমি এনে দাও তাকে দাদি মা।
সেই একগোছা চুল রাক্ষুসী দাদি তার কাপড়ের আঁচলে বাঁধতে বাঁধতে বলে, তুমি আর কোনো চিন্তা করো না ভাই। দুই দিনের মধ্যে আমি তোমার রূপের কন্যাকে নিয়ে চলে আসব। এই আমি কথা দিয়ে গেলাম তোমায়।
রাক্ষুসী বুড়ি মুহূর্তের মধ্যেই নিজের রূপ পরিবর্তন করে নেয়। সে মানুষের রূপ থেকে এবার একটি মৌমাছির রূপ নিলো। তারপর গুন গুন সুরে উড়ে উড়ে রওয়ানা হলো সুঘ্রাণি কালোচুলের কন্যার খোঁজে। মৌমাছির আকৃতি নিয়েছে সে। কাজেই মৌমাছির মতোই তীক্ষè ঘ্রাণশক্তির অধিকারী সে এখন। চুলের গোছাটি একবার শুঁকে নিয়ে মৌমাছি উড়ে চলল কালোচুলের রূপের কন্যার খোঁজে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement