১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
জানা অজানা

ব্রাম্মী কী – ১

ব্রাম্মী কী – ১ -

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো ব্রাম্মী শব্দের সাথে পরিচিত। বলতে পারো ব্রাম্মী কী? এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। ওষুধ তৈরি করতে সম্পূর্ণ গাছই ব্যবহার করা হয়। এতে রয়েছে ব্যাকোসাইড-এ ও বি এবং ব্রাহমিন।
ব্রাম্মী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আলসার ও কুষ্ঠরোগে কার্যকরী। এ ছাড়া এটি মস্তিস্কের শক্তিবর্ধক ও হজমকারক হিসেবে কাজ করে। বড় হয়ে তোমরা ব্রাম্মী সম্পর্কে আরো বেশি জানতে পারবে। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করো। মনে রেখো, ব্রাম্মীর ইংরেজি ইধপড়ঢ়ধ.
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement