২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

আকাশের ওপারে আকাশ

-

একশ’ এক
দেখলে আমি ঠিকই চিনতে পারতাম।
তুমি মাকে চেন।
আশ্চর্য। চিনব না কেন? তোমার মা মানেই তো আমার মা। আমি তো তোমারই ছায়া। তাহলে মাকে চিনব না কেন?
তাহলে তো তুমি গোটা পৃথিবীটা ঘুরে মাকে খুঁজে দেখতে পারো।
সে তো পারিই।
‘তাহলে এখান থেকে বেরিয়ে তুমি পৃথিবীতে মাকে খুঁজতে চলে যাবে।
তুমি বললে যাবো।
তাহলে চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই।
ভয় পেয়ে পালানো পরীরা আর কোনো ঝামেলা করতে না আসায় রিয়াজ দুই ছায়াকে সাথে নিয়ে বেশ ধীরেসুস্থে দুষ্ট পরীরাজ্য থেকে বেরিয়ে আসে। তারপর বেলালকে খুঁজতে জঙ্গলের পথ ধরে।

ঘন গহিন জঙ্গলের মাঝে দুই ছায়া সাথে থাকায় রিয়াজের ভয় করে না। তাছাড়া ডাইনি বুড়ির বাড়িয়ে দেয়া সাহসে সে অনেক সাহসী। সাহসী রিয়াজ জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে।
কিশোরী ছায়া রিয়াজকে বলে, ছায়াদের কোনো শরীর না থাকায় শারীরিক শক্তি নেই। কিন্তু অন্য শক্তি আছে।
কি সেই শক্তি? ছায়া রিয়াজ প্রশ্ন করে।
ছায়ারা বলতে গেলে মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে।
তাহলে আমরা এরকম আস্তে আস্তে হাঁটছি কেন?
হাঁটছি মানুষ রিয়াজের জন্য। ও তো আর আমাদের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। আর ওর পায়েও সেই দ্রুতগামী জুতো নেই। কাজেই ওর সাথে তাল মেলাতে গেলে তো হাঁটতেই হবে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement
শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ

সকল