২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
জানা অজানা

সূর্যভল্লুক - ২

সূর্যভল্লুক - ২ -

ছোট্ট বন্ধুরা,

অবাক হলেও সত্যি, সূর্যভল্লুক সাধারণত দিনে ঘুমায় এবং রাতে চলাচল করে। এরা গাছের নিচু কা-ে বিশ্রাম নেয়। এ ভল্লুক গাছেই বেশি সময় কাটায়। সূর্যভল্লুক খায় কী? এরা একই সাথে উদ্ভিদ ও প্রাণিভোজী। তার মানে এরা গাছের কচি ডাল-পাতা, ফল এবং টিকটিকি, পাখি, কচ্ছপ ইত্যাদি ছোট প্রাণী খায়। সূর্যভল্লুক প্রায় ১০০ প্রজাপতির পতঙ্গ ও ৫০ প্রজাতির উদ্ভিদ খায়। এরা ডিমও খায়। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement