২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ইং ল্যা ন্ডে র লো ক কা হি নী

জাদুর টুপি

জাদুর টুপি -

(গত দিনের পর)
কিন্তু টুপি কি আর কোকোর এমন কথা শুনবে? কোকোর অতি লোভই যে তাকে এমন বিপদে ফেলেছে। টুপির কী দোষ? পরীরবা কী দোষ? পরী তো আগে থেকেই সাবধান করে দিয়েছিল। এবার কোকো রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে লাগল। সেই সাথে মেঝেতে পড়ে থাকা স্বর্ণমুদ্রাগুলোর ওপর রাগ ঝাড়তে লাগল। গোল্ড কয়েনগুলোকে সে রাগে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে আর বলছে, আমার আগের উচ্চতা ফিরিয়ে দাও। আমার আগের উচ্চতা ফিরিয়ে দাও। আমি গোল্ড কয়েন চাই না।
এমন করতে করতে বিকেলের দিকে কোকো ঘুমিয়ে পড়ে মেঝেতেই। ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখে সে। দেখে পরীটি চলে এসেছে তার কাছে। এসে বলছে, হ্যালো কোকো, তুমি কোথায়? আমার দিকে তাকাও। একি! তুমি যে ছোট্ট খোকা হয়ে গেছো। হায় হায়! এত ছোটও কেউ হয়? আমি তো আগেই তোমাকে বলেছিলাম। তিনবারের বেশি ম্যাজিক হ্যাট মাথায় পরো না। এ কী করছ তুমি? মেঝেতে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু স্বর্ণমুদ্রা! এ কী করেছ তুমি?
(চলবে)


আরো সংবাদ



premium cement