২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
ইং ল্যা ন্ডে র লো ক কা হি নী

জাদুর টুপি

-

(গত দিনের পর)
আরো একটি স্বর্ণমুদ্রা পায়। আবার পরে, আরেকটি পায়। আবার, আবার . . .। কোকো যেন হুঁশজ্ঞান হারিয়ে ফেলেছে। সে ম্যাজিক হ্যাট মাথায় পরছে আর একেকটি স্বর্ণমুদ্রা ছুড়ে ছুড়ে টেবিলের ওপর রাখছে।
এভাবে স্বর্ণমুদ্রা জড়ো করতে করতে এক সময় কোকোর পড়ার টেবিল স্বর্ণমুদ্রায় ভরে গেল। অন্য দিকে কোকোও খাটো হতে হতে একসময় ছোট্ট চুল-দাড়িওয়ালা বামন হয়ে গেল। এতটাই খাটো হলো যে, এখন টেবিলের উপরের পিঠে রাখা স্বর্ণমুদ্রাগুলোও তার নজরে পড়ছে না। ছোট্ট একটি কোলের শিশুর মতো হয়ে গেছে তার উচ্চতা।
এ অবস্থায় কোকোর হুঁশ ফিরে আসে। সে অবাক বিস্ময়ে দেখে, টেবিলের নিচে দাঁড়িয়ে আছে সে। এতটাই খাটো হয়েছে যে, টেবিলটার উপরের পিঠ আর চোখে পড়ছে না তার।
এবার সে চিৎকার দিয়ে ওঠে। এ কি! আমি এত্তটা খাটো হয়ে গেছি? এখন কী হবে? আমি কিভাবে বাইরে বের হবো? কিভাবে বাজারে যাবো? কিভাবে দোকানে যাবো? আমি কিভাবে স্কুলে যাবো? আমার বন্ধুরা আমায় দেখে তো হাসবে। এখন কী করি আমি।
(চলবে)


আরো সংবাদ



premium cement