২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

আকাশের ওপারে আকাশ

-

তেহাত্তর.

তিতলী বলে, তাহলে ওকে এখানে এনে শাস্তি দিতে চাও? কিন্তু আমাদের এখানে তো বেআইনি ভাবে কাউকে শাস্তি দেয়া যায় না।
রিয়াজ বলে, ঠিক ওকে শাস্তি দিতে নয়। ও এখানে চলে এলে ওকে হারিয়ে ওর মায়ের কী অবস্থা হয় তাই দেখতে চাইছি। আর এখানে এলে হয়তো ওর সাথে আমার বন্ধুত্বও হয়ে যেতে পারে। অজানা রাজ্যে দুজন পরিচিত মানুষের খুব সহজে বন্ধুত্ব হয়ে যায়।
তিতলী বলে, ঠিক আছে দেখব চেষ্টা করে। তবে বললেই তো আর আনা যাবে না। তুমি না হয় পড়ে যাচ্ছিলে বলে সহজে নিয়ে আসতে পেরেছিলাম। ওকে তো আর সেভাবে আনতে পারব না। ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে হবে। আর কেউ যদি নিজের ইচ্ছেয় না আসতে চায় তো তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে আমি পারদর্শী নই। আর তোমাদের ওখান থেকে কেউ নিজের ইচ্ছেয় পরীরাজ্যে আসতে চায় না। তবে আমার কাকা ওসব ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসার ব্যাপারে ওস্তাদ। যদিও কাকা শুধু সুন্দরী মেয়েদের বশীভূত করে নিয়ে আসেন। তবুও তোমার কথাটা বলে দেখব। আর আমি তো চেষ্টা করবই।
রিয়াজ আর কোনো কথা বলে না। মাথা নিচু করে থাকে। (চলবে)


আরো সংবাদ



premium cement