২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইন্ড্রি- ১

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা বিভিন্ন ধরনের প্রাণী চেনো। ইন্ড্রি চেনো কি? এটি কী? বৃক্ষবাসী স্তন্যপায়ী প্রাণী। এটি লেমুর পরিবারের সদস্য। লেমুরদের মতো এরাও মাদাগাসকার দ্বীপের দেশজ প্রাণী। মালাগাছি ভাষায় এর নাম বাবাকুট। বাবাকুট মানে কী? ‘ছোট ছেলের পিতা’। এ প্রাণীর বৈজ্ঞানিক নাম ওহফৎর রহফৎর.
ইন্ড্রির দেহের দৈর্ঘ্য ৬৪-৭২ সেন্টিমিটার। ওজন ১৩ কেজি। এর লোমের রঙ প্রধানত কালো। ঘাড়, মাথা ও পেছনের দিকে সাদা দাগ রয়েছে। তবে প্রজাতিভেদে এর গায়ের রঙে পার্থক্য দেখা যায়। ইন্ড্রির পা লম্বা ও পেশিবহুল। সবুজাভ চোখ ও কালো মুখমণ্ডলের জন্য কেউ কেউ একে খেলনা ভালুকের সাথে তুলনা করে।
ইন্ড্রি তৃণভোজী প্রাণী। কোমল পাতা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে এটি বীজ, বিভিন্ন রকম ফল এবং ফুলও খেয়ে থাকে। স্ত্রী ইন্ড্রিরা কচিপাতা খেতে খুবই পছন্দ করে।


আরো সংবাদ



premium cement