২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জানা-অজানা

ড্রাগনে ভয় নেই

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা প্রায় সবাই ড্রাগন শব্দটির সাথে পরিচিত। কেউ কেউ হয়তো এর ছবিও দেখেছ। বলতে পারো এটি কী? শিশুকাহিনীতে কল্পিত সরীসৃপবিশেষ। প্রাণীটি বিশাল। এর পাখা আছে। এ প্রাণীর নিঃশ্বাসে আগুন বেরোয় এবং এটি ধনাগার পাহারা দেয়। বলতে পারো ড্রাগন দেখতে ভয় উদ্রেককারী। তবে ভয় পাওয়ার কারণ নেই। কল্পিত কোনো প্রাণী বাস্তবে ভয় দেখাতে পারে না। এর সব ছবি আঁকা বা প্রতিমূর্তি তৈরি করা হয়েছে শিল্পীর কল্পনায়। এবার তোমরাই ভেবে দেখো ভয় পাবে কি না?


আরো সংবাদ



premium cement