২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
জানা-অজানা

কোমারান্্ট্ পাখি

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা তো বিভিন্ন ধরনের পাখি দেখেছ- ছোট, বড় আর নানা রঙের। কোমারান্্ট্ পাখি দেখেছ কী? কেউ কেউ হয়তো দেখে থাকবে।
এটি লম্বা গলাওয়ালা বড় আকারের পাখি। এর ঠোঁটের নিচে থলে থাকে।
সামুদ্রিক পাখি হলেও একে চীনের ইর হ্রদেও দেখা যায়। ইর হ্রদকে ইরহাইও বলা হয়। এ হ্রদের জেলেরা কোমারান্ট্ পাখিকে প্রশিক্ষণ দেয়। এ প্রশিক্ষিত পাখি কী করে? এটি মাছ ধরে জেলের কাছে নিয়ে আসে আর জেলে সেই মাছ নেয়। খুব মজার। কী বলো!


আরো সংবাদ



premium cement