২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
তা ন জা নি য়া র লো ক কা হি নী

সর্পরাজ ও কবিরাজপুত্র

-

(গত দিনের পর)
পরের দিন উজির ঘোষণা করে দিলেন, এই শহরের সব পুরুষকে ‘কিজিংগা নদী’তে এসে গোসল করতে হবে। এই আদেশের অমান্য যে করবে এবং যে গোসল করতে আসবে না, তাকে কঠিন শাস্তি দেয়া হবে। উজিরের আদেশ। এ কথার অমান্য করলে তার গর্দানও নেয়া হতে পারে।
নির্দিষ্ট দিনে সকাল সকাল দলে দলে লোক এসে ভিড় করতে লাগল কিজিংগা নদীতে। তারা নদীতে নেমে গোসল করছে এবং গোসল শেষে যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। গোসলের সময় উজিরের লোকজন ও পাইক পেয়াদারা সবাইকে লক্ষ রাখছে। সবাইকে দেখছে, কিন্তু কাউকে কিছু বলছে না।
হাসিবু কারিম আদ্দিন এতদিনে ভুলেই গিয়েছিল সর্পরাজের সেই সতর্ক বাণীর কথা। তাই সে-ও এসেছে নদীতে গোসল করতে। হাসিবু এখন পরিপূর্ণ এক তাগড়া যুবক। সে যখন গায়ের জামা খুলে নদীতে গোসল করতে নামবে, রাজার পাইক পেয়াদারা ছুটে আসে এবং হাসিবুকে বন্দী করে নিয়ে যায় উজিরের কাছে।
(চলবে)


আরো সংবাদ



premium cement