২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
তা ন জা নি য়া র লো ক কা হি নী

সর্পরাজ ও কবিরাজপুত্র

-

(গত দিনের পর)

আবারও তুই কামড়াবি আমায়? হাসিবু তার হাতের কুঠার দিয়ে আঘাত করে মেরে ফেলে বিচ্ছুটি। বিচ্ছু মারতে গিয়ে মাটির দেয়ালে কুঠারের আঘাতের শব্দ শুনে সে আবারও অবাক হয়। এখানেও কি সুড়ঙ্গ আছে একটি? হাসিবু নিজেই নিজেকে প্রশ্ন করে। সে তার কুঠার দিয়ে দেয়ালে আরো কয়েকটি কোপ মারে। অবাক বিস্ময়ে সে দেখে এখানে আরো একটি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে হয়তো বের হওয়া যাবে, এমনটি ভেবে হাসিবু নতুন এই সুড়ঙ্গ পথে চলতে লাগল। এদিকে পিঠে তার বিচ্ছুর কামড়ের প্রচণ্ড জ্বালাপোড়া। কী করবে সে বুঝে উঠতে পারছে না। আসলে কিছুই করার নেই তার। সে অজানা এক সুড়ঙ্গের ভিতর ঢুকে পড়েছে। এমনি এক জগৎ, যা হাসিবু আগে কখনো ভাবতেও পারেনি। পিঠের জ্বালাপোড়া আরো তীব্রতর হচ্ছে। কিন্তু কিছুই করার নেই তার। (চলবে)


আরো সংবাদ



premium cement