২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
তা ন জা নি য়া র লো ক কা হি নী

সর্পরাজ ও কবিরাজপুত্র

-

(গত দিনের পর)
সম্ভব হলে ওর বাবার মতো হাসিবুও কবিরাজ হয়ে যেতে পারে। তাই বলছি, হাসিবুকে একটি গাধা কিনে দাও। বন থেকে কাঠ আনতে গাধার চেয়ে ভালো জন্তু আর হয় না।
অবশেষে হাসিবুর জন্য একটি গাধা কেনা হয়। এর দু’দিন পরই কাঠুরেদের সাথে হাসিবু চলে যায় বনে কাঠ কাটতে। কাঠ কেটে সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে ভালোই চলছিল হাসিবুদের সংসার। কিন্তু একদিন ঘটে যায় বিপত্তি।
সেদিন তারা যখন কাঠ কাটার জন্য বনে ঢোকে, শুরু হয় প্রবল বৃষ্টি। সেই সাথে বজ্রপাত। কোনো উপায় না পেয়ে কাঠুরে দল আশ্রয় নেয় ছোট্ট এক পাহাড়ের গুহায়। গহিন বনের ভিতরে পাহাড়ের গুহায় আশ্রয় নেয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। বাইরে প্রবল বৃষ্টি। গুহার ভেতরে পাঁচজন কাঠুরে। বৃষ্টি আর থামে না। কতক্ষণ আর বসে থাকা যায়। (চলবে)


আরো সংবাদ



premium cement