২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
তা ন জা নি য়া র লো ক কা হি নী

সর্পরাজ ও কবিরাজপুত্র

-


হাসিবু বলে, বাবার অনেক পুস্তকাদি ছিল। সেসব পুস্তকে তিনি বিভিন্ন গাছের পরিচিতি ও গুণাগুণ লিখে গেছেন। বইগুলো এখন কোথায় মা?
কাঠের সিন্দুকে রাখা বইগুলো বের করে দেন মা। বইগুলো হাসিবুর বাবার লেখা। কিন্তু বইগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। উইপোকায় এমনভাবে খেয়ে ফেলেছে যে, পাঠ উদ্ধার করাটাই কঠিন। তবুও সে অনেক চেষ্টা করে কিছু কিছু গাছের গুণাগুণ জানার চেষ্টা করে।
এক দিনের ঘটনা। বাড়ির পাশের এক প্রতিবেশী এলেন তাদের বাড়িতে। এই প্রতিবেশির কাছেই হাসিবু বলে এসেছিল, তাদের সাথে সে বনে কাঠ কাটতে যাবে। প্রতিবেশী হাসিবুর মার কাছে এসে বললেন, হাসিবুকে আমাদের সাথে দেন। ওর বাবার মতো ওকেও আমরা কাঠুরে বানিয়ে দেবো।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement