২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জা না-অজানা

কমলামাথা দামা

-

ছোট্ট বন্ধুরা,
আজ তোমরা যে পাখির কথা জানবে তার নামটি বেশ বড়। তবে দেখতে বেশ সুন্দর।
পাখির নাম কমলামাথা দামা। এটি থ্রাশ পরিবারের অন্তর্ভুক্ত একটি পাখি। এটি বাস করে কোথায়? দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
জানো বন্ধুরা, এদের মধ্যে খুব বন্ধুত্ব। পুরুষ ও মেয়ে কমলামাথা দামা মিলে বাসা তৈরি করে। আম ও কফি জাতীয় গাছে বাসা তৈরি করতে এরা পছন্দ করে। এদের বাসা দেখতে অনেকটা অগভীর কাপের মতো। বাসাগুলো তৈরি করা হয় লতা ও মূল দিয়ে। সাধারণত এরা বছরে একবার ডিম দেয়। ডিমের সংখ্যা তিন থেকে পাঁচটি। এবার ছবি দেখো এবং মজা করো। অবসরে আঁকতে পারো।


আরো সংবাদ



premium cement