২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
তা ন জা নি য়া র লো ক কা হি নী

সর্পরাজ ও কবিরাজপুত্র

-

(গত দিনের পর)
এ কথা শুনে মায়ের মন চমকে ওঠে। তার মনে পড়ে স্বামীর সেই কথাগুলো। ‘আমার পুত্রকে তুমি কবিরাজ বানাবে।’ কবিরাজ হতে হলে স্কুলে তো যেতেই হবে। লেখাপড়া করতে হবে। হাসিবু যদি বড় কবিরাজ না হতে পারে, তা হলে হাসিবুর বাবা ওপাড়েও শান্তি পাবে না। এখন উপায়!
মা বললেন, তা হলে কী করতে চাও তুমি?
হাসিবু বলে, আমি বনে যেতে চাই। সেখানে অনেক বৃক্ষ লতাপাতা আছে। আমি তাদের সাথে পরিচিত হবো। তাদের গুণাগুণ জানতে চেষ্টা করব।
মা বললেন, তুমি একা একা বনে যাবে কিভাবে?
হাসিবু : সে তোমাকে ভাবতে হবে না মা। আমি একদল কাঠুরের সাথে কথা বলে এসেছি। তাদের সাথে বনে কাঠ কাটতে যাবো। কিন্তু ...।
মা : কিন্তু কী? (চলবে)


আরো সংবাদ



premium cement

সকল