২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
ব্রু না ই য়ে র রূ প ক থা

বাহাবাউ

-

(গত দিনের পর)
বৈঠক শেষ হলো। আইমানের ওই মহিষটাকেই বাঘের টোপ বানাতে হবে। বনে ওই মহিষটি নিয়ে যাওয়ার জন্য তিন যুবককেও ঠিক করা হলো। তারা হলো, নাজিফ, সোহেল ও হজরোল। গায়ে গতরে বেশ তাগড়া যুবক তারা। এই তিনজন মহিষটা নিয়ে বনে যাবে। সেখানে গিয়ে সুবিধা মতো স্থানে কোনো উঁচু গাছের নিচে মহিষটিকে বেঁধে রাখবে। তারপর তারা ওই গাছের উঁচুতে উঠে বসে থাকবে। যুবকদের প্রত্যেকের হাতে থাকবে সড়কি। বাঘ কাছে এসে মহিষটিকে আক্রমণ শুরু করলেই তারা গাছের উপর থেকে সড়কি চেলে বাঘটিকে মেরে ফেলবে।
আজ আহমদ আইমানের মন ভালো নেই। আগামীকাল পূর্ণিমার রাত। ওই রাতে তারা নিয়ে যাবে তার প্রিয় মহিষ বাহাবাউকে। তারা বাহাবাউকে বানাবে বাঘ মারার টোপ। আইমান কিছুতেই তার প্রিয় বাহাবাউকে বাঘের মুখে ঠেলে দিতে চান না। এদিকে মোড়লের কথার অবাধ্য হওয়াও তার পক্ষে সম্ভব নয়। কী করবেন এখন আইমান? দুঃখ ভারাক্রান্ত মনে তিনি মহিষটাকে নিয়ে মাঠে হাল চাষ করছেন।
জমিটির পাশ দিয়ে চলে গেছে গ্রামের প্রধান সড়ক। ওই সড়ক দিয়ে যারাই হেঁটে যাচ্ছে, তারাই এখন মহিষকে দেখে ছড়া কাটতে লাগল :
‘বাহাবাউ বাহাবাউ, বোকা-সোকা বাহাবাউ,
বাহাবাউ বাহাবাউ মোটা-সোটা বাহাবাউ।
(চলবে)


আরো সংবাদ



premium cement