২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

স্কুল ছুটির পর

-

একত্রিশ.

‘খেয়েই ভরা পেটে কোথায় বেরুবি? বই নিয়ে বস।’
‘উহু। রনি, মিঠু আমার জন্য অপেক্ষা করছে। না গেলে হবে না মা।’
‘ঠিক আছে যাস। সন্ধ্যার মধ্যে ফিরে আসিস। তোর বাবা অফিস থেকে এসে না দেখলে রাগ করবে।’
‘সন্ধ্যার আগেই চলে আসব মা।’
রনি আর মিঠু মোড়ের ভিডিও গেমসের দোকানের সামনে অপেক্ষা করছিল। রনি ওর সাইকেল এনেছে। মিঠু সাইকেলের পিছনে বসে আছে। টিপুকে দেখে রনি সাইকেল থেকে নামল। ‘তোর এতো দেরি হলো কেন?’
‘মাকে পটিয়ে আসতে দেরি হয়েছে।’
‘সাইকেলে তিনজন যাওয়া যাবে না। সমস্যা আছে। টিপু, তুই হেঁটে হেঁটে আয়। আমরা সাইকেলে আগে পোড়োবাড়ির দিকে যাচ্ছি।’ বলেই রনি মিঠুকে সাইকেলে তুলে টেনে চলে গেল।
টিপুর মন খারাপ হয়ে গেল। তার সাইকেল নেই বলে রনি তাকে সাইকেলে তুলল না। মিঠুর সাইকেল নেই, কিন্তু মিঠুর বাবা বড়লোক বলেই হয়তো রনি তাকে সাইকেলে নিয়েছে। টিপুর অনেক টাকা হলে সেও সাইকেল কিনতে পারবে।
রনিরা এগিয়ে গেছে। টিপুও জোর পায়ে টেনে হেঁটে পোড়োবাড়ির দিকে যেতে থাকে।
রনিদের সাইকেল মোড় পেরিয়ে গেছে। আর দেখা যাচ্ছে না। টিপু আরেকটু এগুতেই তিনজন মানুষকে দেখতে পেল। মানুষ তিনজন পোড়োবাড়ির দিকেই যাচ্ছে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement