২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ব্রু না ই য়ে র রূ প ক থা

বাহাবাউ

-

(গত দিনের পর)
কেউ বলে, তার চেয়ে বরং, আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাই। বাঘের ভয়ে গ্রামে বাস করা সম্ভব নয়। শহরে কোনো বাঘের ভয় নেই। কেউ আবার বলে, কোনো একটা টোপ দিয়ে বাঘটিকে ফাঁদে ফেললে হয় না। তারপর ধরে ফেলি বাঘটাকে?
ফাঁদ পাতার কথা শুনে মোড়ল একটু নড়েচড়ে বসলেন। হ্যাঁ, তুমি কী যেন বললে? ফাঁদ পেতে বাঘ ধরে ফেলবে? লোকটি বলে, আজ্ঞে হ্যাঁ মোড়ল সাব, আমি সেই কথাটিই বলতে চাচ্ছি। গ্রাম থেকে কোনো একটি মোটাসোটা গরু বা মহিষ বেছে নিই। তারপর ওই গরু বা মহিষটিকে নিয়ে আমরা চলে যাই বনে। সেখানে উঁচু কোনো গাছের নিচে মহিষটাকে বেঁধে রাখি। এটাই হলো বাঘের জন্য টোপ। এরপর সড়কি ও কাতরা নিয়ে তিন-চারজন বলিষ্ঠ যুবককে প্রস্তুত থাকতে বলি। তারা ওই উঁচু গাছের ডালে গিয়ে বসে থাকবে। চুপ করে বসে বাঘের অপেক্ষায় থাকবে তারা। তাদের হাতে থাকবে সড়কি। মোড়ল বললেন, তারপর? লোকটি আবার বলে, মহিষের আলামত পেয়ে বাঘটি নিশ্চয়ই চলে আসবে ওই গাছটির নিচে। (চলবে)


আরো সংবাদ



premium cement