২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ব্রু না ই য়ে র রূ প ক থা

বাহাবাউ

-

ব্রুনাইয়ের দূর পল্লীর একটি গ্রাম। গ্রামের নাম কামপং সেরাই। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল। ওই গ্রামেরই এক কৃষক। নাম তার আহমদ আইমান। তার একটি মাত্র মহিষ। মহিষটির নাম ‘বাহাবাউ’। মস্ত বড় তাগড়া জোয়ান মহিষটি। কাজে তার কোনো আলসেমি নেই। সারা দিন সে মাঠে কাজ করে। সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। মহিষের মালিক আইমান তাই মহিষটিকে খুব ভালোবাসে। তার আদর-যতœ নেয়, ভালো ভালো খাওয়ায়।
কিন্তু ওই গ্রামে এক রাতে ঘটে বিপত্তি। কোত্থেকে একটা বাঘ এসে হানা দেয় এক বাড়িতে। ধরে নিয়ে যায় একটি গরু। এর পর থেকে মাঝে মাঝেই ওই গ্রামে রাতে বাঘ আসে। এসে এবাড়ি ওবাড়ি হানা দেয়। গরু, মহিষ বা বাগে পেলে মানুষও ধরে নিয়ে যায়। আজ হয়তো কারো গরু নিয়ে গেল। কাল নিয়ে গেল কারো ছাগল। প্রায় প্রতি রাতেই কামপং সেরাই গ্রামে এমন ঘটনা ঘটতে থাকে।

বাঘটি রাতের বেলা গরিব কোনো বাড়িতেই হানা দেয় বেশি। গরিব ঘরের বেড়া ভাঙতে সুবিধাপ হয় বাঘের। বেড়া ভেঙে ঘরে ঘুমিয়ে থাকা ছোট ছোট শিশুদের ধরে নিয়ে যায়।

 


আরো সংবাদ



premium cement