২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

স্কুল ছুটির পর

-

ষোল.

লোকটার নাম মাইকেল দত্ত। কিন্তু নামটাকে আধুনিক করে নিজেকে মিকা ডাট বলে ডাকে। পেশায় ইনফরমার। টাকার বিনিময়ে অপরাধীদের নানানরকম তথ্য পাচার করে থাকে। আর তার জন্য নিজেকেও অনেক কাঠখড় পোড়াতে হয়। খয়ের খাঁর কাছ থেকে প্রতিবন্ধী লটারির ইনফরমেশন জোগানোর দায়িত্ব নিয়েই কাজ করছে সে। তথ্যগুলো পাচার করা হলেই তার কাজ শেষ। সে কোনো অনৈতিক অপারেশনে থাকে না।
পোড়োবাড়িতে এসে তথ্য জানানোর কাজ করতে গিয়ে মিকার মাথায় আরেকটা ব্যাপার খেলে গেছে। এই বিশাল বাড়িটা সমন্ধে ইনফরমেশন জোগাড় করা দরকার। এত বড় বাড়ির কোথাও কোন গুপ্তধন লুকিয়ে রাখা নেই তো? আগের দিনের মানুষ ব্যাংক লকার এসবের চেয়ে নিজের বাড়ির মেঝের নিচে লুকিয়ে রাখাটাকেই বিশ্বাস করত। এই বাড়িতে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। চিন্তাটা মিকাকে এতটাই আচ্ছন্ন করে ফেলল যে, সে ভাবতে ভাবতে যেন চিন্তারাজ্যে হারিয়ে গেল।
টিপু ফিসফিস করে বলল, ‘ওইদিকে ধোঁয়ার মতো কি জানি দেখা যাচ্ছে।’
টিপুর কথামতো টিপুর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে মিঠু-রনি চমকে উঠল। সত্যি সত্যি একটা ধোঁয়ার কুুণ্ডলী পাক দিয়ে উপরের দিকে উঠতে দেখা যাচ্ছে।
মিঠু ভয়ে তো তো করে বলল, ‘জিন। দৈত্য বা জিন।’ ধোঁয়ার কুুণ্ডলী দেখলে সবার আগে ওরকমই মনে হয়।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement