২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
প লি নে শি য়া ন লি জে ন্ট

বাইন মাছ ও একটি নারকেল গাছ

-

(গত দিনের পর)
বাইন কুমার দেখে, তার আর বেঁচে থাকার কোনো উপায় নেই। মৃত্যুর আগে তাই সে রূপসী কন্যা হিনার দিকে করুণ দৃষ্টি মেলে বলে, ‘ওগো সুন্দরী, তোমার কারণে আজ আমাকে মরণকে বরণ করতে হচ্ছে। মৃত্যুর আগে আমি বলে যাচ্ছি, আজ হয়তো তোমার ভালোবাসা পেলাম না আমি। কিন্তু এমন দিন আসবে যখন তুমি আমার অনুরাগী হবে। দ্বীপের লু হাওয়ায় যখন প্রাণ তোমার ওষ্ঠাগত হবে, আমাকে ভালোবাসবে তুমি, আর পূর্ণতা পাবে আমার ভালোবাসা।’
এদিকে মৎস্য দেবতা কী করলেন শুনুন হে পরদেশী পর্যটক। জলকন্যা বলে, বাইন মাছটির মাথা কেটে ফেলেন। তার পর তিনি বাইন মাছের কাটামুণ্ডুটি লতাপাতা ও গুল্ম দিয়ে পেঁচিয়ে নেন। সেই মুণ্ডু তখন তিনি হিনার হাতে দিয়ে বলেন, ‘নাও, হে সুন্দরী, এই মুণ্ডুটা তুমি নিয়ে যাও বাড়ি। তারপর আগুনে পুড়িয়ে পুঁতে রেখো কোনো শুষ্ক শক্ত মাটির গহিনে। খবরদার বাড়ি যাওয়ার পথে কোথাও থেমো না কিন্তু। বাইন মাছের এই মুণ্ডু নরম মাটির সংস্পর্শে এলে নিজেই গেঁথে যাবে মাটিতে। তাকে তখন আর খুঁজে পাবে না তুমি। মৃত্যুকালে বলে যাওয়া বাইন কুমারের সেই মনোবাসনা তখন ফলেও যেতে পারে, হে সুন্দরী মানবকন্যা।’
(চলবে)


আরো সংবাদ



premium cement