২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বেহনাম ভবন

-

আজ তোমরা জানবে বেহনাম ভবন সম্পর্কে। ভবনটি
পারস্য বা ইরানের হারানো দিনের গৌরব বহন করছে।
লিখেছেন লোপাশ্রী আকন্দ

পারস্য বা ইরান প্রাচীন সভ্যতা আর সংস্কৃতির দেশ। এ দেশে রয়েছে অনেক বিখ্যাত ভবন। এগুলোরই একটি বেহনাম ভবন। এটি একটি স্বপ্নসৌধ বা প্রাসাদ যা নির্মিত হয় জান্দ রাজবংশের (১৭৫০-১৭৯৪) শেষ দিকে এবং কাজার রাজবংশের (১৭৮১-১৯২৫) প্রথম দিকে আবাসিক ভবন হিসেবে।
নাসিরুদ্দিন শাহ কাজারের (১৮৪৮-১৮৯৬) শাসনামলে ভবনটি উল্লেখযোগ্যভাবে জীর্ণসংস্কার করে সুন্দর করা হয়, যাতে শোভাবর্ধক চিত্রকর্ম আর রঙ ব্যবহৃত হয়। প্রাসাদটি মূলত দু’টি দালানের সমাহার। মূল দালান যা শীত ভবন নামে পরিচিত। অপর স্থাপনা বা দালানটি ছোট যা গ্রীষ্ম ভবন নামে পরিচিত। গ্রীষ্ম ভবন একটি দু’তলাবিশিষ্ট প্রতিসম স্থাপনা।
ইরানের অনেক ঐতিহ্যবাহী বাড়ির মতো বেহনাম ভবনের ভেতরে ও বাইরে আঙিনা রয়েছে। সাম্প্রতিক সংস্কারের সময় বেহনাম ভবনে কিছু অজানা ছোট মস্তোদক আবিষ্কৃত হয়, যা ইরানিদের সাংস্কৃতিক গৌরবেরই অংশ। ভবনটির অবস্থান তাব্রিজ নগরের কেন্দ্রস্থলে। বর্তমানে এটি তাব্রিজ শিল্পকলা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিদ্যালয়ের অংশ। ভবনটি পারস্য বা ইরানের হারানো দিনের গৌরব বহন করছে।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement