২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জা না-অজানা

সিন্ধু-হস্তী

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই জানো, সিন্ধু-হস্তী নামে একটি প্রাণী আছে? এ প্রাণী বাস করে সাগরে। সিন্ধু মানে সাগর, আর হস্তী মানে হাতি। তাই সিন্ধু-হস্তীকে তোমরা সাগর-হাতি বলতে পারো। বলবে নাকি?
সিন্ধু-হস্তীর মুখে ছোট একটি শুঁড় থাকে।
এ প্রাণী লম্বা হয় ১৩ হাত পর্যন্ত। কয়টি পা থাকে? চারটি। তবে পাগুলো অনেকটা পাখনার মতো।
সিন্ধু-হস্তী শীতের দেশের প্রাণী। সাগরে বাস। তবে ডাঙ্গায়ও চলতে পারে হেঁচড়ে হেঁচড়ে।
এ প্রাণী বাচ্চা পাড়ে এবং বাচ্চাকে দুধ খাওয়ায়।
সিন্ধু-হস্তীর ইংরেজি ঝবধ-ঊষবঢ়যধহঃ. এবার ছবি দেখো।

 


আরো সংবাদ



premium cement