২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
স্লো ভে নি য়া র রূ প ক থা

একগাছি লাল চুল

-

(গত দিনের পর)

স্বপ্ন শেষ হতেই ঘুম ভাঙে পোহারভ মিরুর। রাত তখনো পোহায়নি। অন্ধকারে সে বালিশের নিচে হাত রাখে এবং অবাক হয়ে দেখে, সত্যিই তো! স্বপ্নে দেখা সেই তিনটি জিনিসÑ একটি আরশি, একটি রুমাল ও একটি নকশিকাটা নেকাব। পড়ে আছে বালিশের নিচে। খুবই আশ্চর্য হয় সে। মনে মনে ভাবে, সত্যিই কি এটা স্বপ্ন? নাকি অন্য কিছু। স্বপ্নে দেখা জিনিসগুলোই তো পেলাম এখানে। এ যে স্বপ্ন নয়, সত্য কিছু। এ যে বাস্তব। পোহারভ মিরু উঠে বসে। জিনিস তিনটি সে লুকিয়ে রাখে তার জামার পকেটে। তারপর ভোর না হতেই বেরিয়ে পড়ে স্বপ্নের ঠিকানায়।
নদীর পাড় ঘেঁষে পথটি। সোজা চলে গেছে উত্তরে ওই পাহাড়ের কোলে। ওইখানে রয়েছে নীল জলের সরোবর। সেই সরোবরেই দেখা হবে পরমা এক সুন্দরীর সাথে। পোহারভ মিরু মনে মনে ভাবছে, গিয়ে দেখিই না। কী যে লেখা আছে কপালে আমার।
নদীপাড়ের পথ ধরে পোহারভ মিরু হাঁটছে। হাঁটছে তো হাঁটছেই। ওই দূরে পাহাড়। কাছাকাছি মনে হলেও সে যে আরো অনেক দূর। কিন্তু হাঁটায় ক্লান্তি নেই তার। (চলবে)

 


আরো সংবাদ



premium cement