১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`
জা- না-অজানা

পানি ঢাললে আগুন কেন নেভে

-

ছোট্ট বন্ধুরা,
হঠাৎ আগুন লেগে ঘরবাড়ি, কলকারখানা, হাটবাজার ইত্যাদি পুড়ে যেতে পারে। আগুন নেভানোর একটি স্বাভাবিক রীতি হলো পানি ঢালা। পানি ঢাললে আগুন যে নেভে তা তোমাদের অজানা নয়। বলতে পারো কেন?
আগুনে পানি ঢাললে বাতাসের অক্সিজেন আগুনের কাছে আসতে পারে না এবং পানি অনেক পরিমাণে উত্তাপ শোষণ করে। এ কারণে আগুনও যায় নিভে। আগুনের ইংরেজি ঋরৎব.
মনে রেখো, শহরে-বন্দরে অগ্নিকাণ্ড নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন থাকে। এখানে খবর দিলে আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে কর্মীরা হাজির হয়ে পানি ছিটিয়ে বা অন্য উপায়ে আগুন নেভায়। এবার ছবি দেখো।
Ñ ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement