২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পিঁপড়া সামাজিক জীব

পিঁপড়া সামাজিক জীব -

আজ তোমরা জানবে এমন এক প্রজাতির পিঁপড়া সম্পর্কে যারা দলবেঁধে কোনো পশুকে মেরে ফেলে তার মাংস খায়। লিখেছেন লোপাশ্রী আকন্দ
পিঁপড়া চেনো নিশ্চয়ই। পিঁপড়ার অপর নাম কী? পিঁপড়ে। পিঁপড়া সামাজিক জীব এবং দলবেঁধে বাসস্থান তৈরি করে- এ বিষয়ে নিশ্চয়ই তোমাদের জানা আছে। বিভিন্ন প্রজাতির পিঁপড়া আছে। হয়তো তোমরা এ বিষয়ে ভালোই জানো। এবার জেনে নাও ভিন্ন একটি পিঁপড়ার বিষয়ে যার নাম চালক পিঁপড়া।
ইংরেজিতে একে বলে Driver Ant. এটি বাস করে কোথায়? আফ্রিকার জঙ্গলে। একে দুরন্ত রাক্ষুসে পিঁপড়া হিসেবে অভিহিত করা হয়। কারণ কী? কারণ এ পিঁপড়া দলবেঁধে পশু মেরে খেয়ে সাবাড় করতে পারে।
চালক পিঁপড়া খুবই রাক্ষুসে। এরা দলবেঁধে কোনো কোনো পশু বা জন্তুকে মেরে ফেলে তার মাংস খায় খুবলে খুবলে।
কোনো ঘুমন্ত হরিণকে চালক পিঁপড়ার দল অল্প সময়েই খেয়ে ফলতে পারে। আফ্রিকার জঙ্গলে কোনো কোনো পর্যটক এমন দৃশ্য দেখেছেন। রাক্ষুসে পিঁপড়ে বড় নদীও সাঁতরে পার হতে পারে। কী করে? পরস্পর জড়াজড়ি করে এরা সাঁতার দেয়। কেউ কাউকে ছাড়ে না। একে অপরকে জড়িয়ে রেখে সাঁতার দেয় এবং নদী পার হয়। একতা এ পিঁপড়ার বড় শক্তি।


আরো সংবাদ



premium cement