২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
জানা-অজানা

ইন্টারনেটের ইতিকাহিনী

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই ইন্টারনেট সম্পর্কে জানো, অনেকে এতে কাজ করো। এবার জেনে নাও ইন্টারনেটের ইতিকাহিনী। ১৯৪৬ সালে মুরে লিনস্টার ‘এ লজিক নেমড জো’ নামে একটি কমিক বিজ্ঞান কল্পকাহিনী লেখেন। সেই কল্পকাহিনীতেই তিনি ইন্টারনেট ধারণার সূত্রপাত করেন। এমনকি সে কাহিনীতে তিনি সুন্দরভাবে ইন্টারনেট ব্যবহারের সবল ও দুর্বল দিকগুলো গল্পাকারে তুলে ধরেন। তবে তখন এটি ছিল নিছকই এক কল্পকাহিনী। সে কল্পকাহিনীকে বাস্তবে রূপ দেয়ার কাজ শুরু হয় প্রায় এক দশক পরে। যে সময় সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে স্পুটনিক পাঠায়। আর মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৫৮ সালে গঠন করে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (এআরপিএ)। এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইনফরমেশন প্রসেসিং টেকনোলজি অফিস। জে সি আর লিকলিডার সে প্রতিষ্ঠানের প্রধান নির্বাচিত হন। তিনিই স্বপ্ন দেখতে শুরু করেন কী করে সারা বিশ্বের মানুষকে তথ্যপ্রয্ুিক্তর বন্ধনে যুক্ত করা যায়। যদি যায় তো সেটা হবে এক সাংঘাতিক বিপ্লব। এভাবেই ইন্টারনেটের বিষয়টি এগিয়ে যেতে থাকে।


আরো সংবাদ



premium cement