২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জা না-অজানা

লাইগারের কথা

-


ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন প্রাণীর নাম জানো। হয়তো সিংহ ও বাঘের কথাও শুনেছ। কেউ কেউ হয়তো দেখেও থাকবে, তাই না? লাইগার দেখেছ কি? কেউ কেউ হয়তো ছবির বইয়ে অথবা টেলিভিশনের পর্দায় কিংবা সিনেমায় দেখে থাকবে। বলতে পারো লাইগার কী? লাইগার হচ্ছে সিংহ বাবা আর বাঘিনী মায়ের বাচ্চা । এটি কোন ধরনের প্রাণী? এটি একটি সঙ্কর প্রাণী। এটি কি আমাদের দেশে আছে? না, নেই। কোথায় লাইগার আছে? রাশিয়ার সাইবেরিয়ায় লাইগার আছে।
এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।


আরো সংবাদ



premium cement