২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)

জামাকাপড়ের ময়লা পরিষ্কার করতে করতে বেন্ট বলল, খুব ক্লান্তি লাগছে। তোমার অবস্থা কী?
উলাভ বলল, পথের ওপর শুয়ে পড়তে ইচ্ছে করছে। তাতো সম্ভব নয়, চলো এগিয়ে যাই।
দুজন আবার হেঁটে চলল। হেঁটে হেঁটে অনেক দূর চলে আসার পর সামনে একটা গাড়িকে থামতে দেখলো ওরা। গাড়ি থেকে ব্যাগ হাতে নিয়ে এক ভদ্রলোক নেমে এক বাড়িতে ঢুকলেন। ওরা দ্রুত হেঁটে গাড়িটার সামনে গিয়ে দাঁড়াল। তখন বেন্ট বলল, ভদ্রলোক যখন রাস্তার পাশে গাড়ি রেখে গেছেন তখন আশা করা যায় তিনি আবার গাড়ি নিয়ে কোথাও যাবেন। তার কাছ থেকেই পথঘাট জেনে নেয়া যাবে। আমরা অপেক্ষা করি।
বেন্ট আর উলাভ খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই দাঁড়িয়ে না থেকে ওরা গাড়ি হেলান দিয়ে বসল। আর কিছুক্ষণ পর দুজন ঘুমিয়ে পড়ল।
কতক্ষণ ওরা ঘুমিয়েছে কে জানে! হঠাৎ কারো হাতের টানে বেন্টের ঘুম ভেঙে গেলো। বেন্ট দেখতে পেল গাড়িঅলা সেই ভদ্রলোক অবাক চোখে ওদের দিকে তাকিয়ে আছে।
(চলবে)


আরো সংবাদ



premium cement