২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইতিহাসে আজ

-

নভেম্বর-২২
হ ১৪৯৭ : ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ পরিক্রমা শেষ করেন।
হ ১৭৭৪ : বাংলার প্রথম ব্রিটিশ শাসক রবার্ট ক্লাইভ আত্মহত্যা করেন।
হ ১৮৩০ : কলকাতায় প্রথম বাস (তিন ঘোড়ায় টানা) চলাচল শুরু হয়।
হ ১৮৫৭ : সিপাহি বিদ্রোহের এক পর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
হ ১৮৯০ : ফরাসি রাষ্ট্রনায়ক শার্ল দ্য গলের জন্ম।
হ ১৯১০ : লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।
১৯১৬ মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডনের মৃত্যু।
১৯৬৩ মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি আততায়ী অসওয়াল্ডের হাতে নিহত হন।
১৯৭৫ হুয়ান কার্লোস স্পেনের রাজা হিসেবে শপথ নেন।
১৯৯০ ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার পদত্যাগ করেন। জন মেজর প্রধানমন্ত্রী হন।

 


আরো সংবাদ



premium cement