২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)
অন্ধকার কোণ থেকে দরজার সামনে আসতে আসতে জবাব দিলো উলাভ। বেন্ট খুব চাপাস্বরে বলল, এত জোরে কথা বলো না। ওই পাজি নচ্ছরটা শুনতে পাবে। তুমি কী পালাবার জন্য তৈরি?
: হানড্রেড পারসেন্ট তৈরি। এই দেখো জুতা দুটো হাতে নিয়ে নিয়েছি। আমার জুতাতে আবার শব্দ বেশি হয়।
খুব বুদ্ধিমানের মতো উলাভ নিজের সচেতনতা সম্পর্কে জানাল। তারপর দু’জন ধীরে ধীরে নিচে নেমে এলো। পেছনের দরজার আড়ালে বেন্ট তার জুতা খুলে রেখেছিল। সেই জুতা পরে নিলো ওর দেখাদেখি উলাভও জুতা পরল। এবার শুরু হবে পালানোর পালা।
বেন্টের পেছন পেছন উলাভ বাগান পেরিয়ে গেটের সামনে এলো। গেটের সামনে দাঁড়িয়ে দু’জন একবার বাড়িটার দিকে তাকালোÑ না, জেন্স বুঝতে পারেনি যে খাঁচা ভেঙে পাখি উড়ে যাচ্ছে।
গেট খুলে রাস্তায় বের হয়ে বেন্ট বলল, বাড়ি থেকে বের হতে পেরেছো বলে ভেবো না যে জেন্সের আওতার বাইরে চলে এসেছো। সে জেগে গেলে এখনো আমাদের ধরে ফেলতে পারে। তাই প্রাণপণ দৌড়ে যতটা সম্ভব দূরে পালাতে হবে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement