২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)
জেন্স শুতে যাওয়ার সময় প্রায় সব আলোই নিভিয়ে দিয়েছিল তাই দোতালার করিডোরটা অন্ধকার হয়ে ছিল। তাতে অবশ্য ঘাবড়াল না বেন্ট। সে একটার পর একটা চাবি বের করে তালার ভেতরে ঢোকাতে লাগল। তিন-চারবার ব্যর্থ হওয়ার পর ছোট একটা চাবি ঢোকাতেই খুট করে তালাটা খুলে গেল। তাতে প্রাথমিক সাফল্যের আনন্দে মন নেচে উঠলেও পরক্ষণেই নিজেকে শাসন করল বেন্ট। মনে মনে বলল, তোমাকে আরো সবধানে কাজ করতে হবে বেন্ট সোনা। তালা খোলার সময় শব্দ হয়েছে। এমন শব্দ আর হতে দেয়া যাবে না।
সেই খুট শব্দে জেন্সের ঘুম ভেঙে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বেন্ট একটা খামের আড়ালে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করল। এক সময় যখন নিশ্চিত হলো সেই শব্দ জেন্স শোনেনি, তখন সে দরজা খুলে ভেতরে উঁকি দিলো। ভেতরটা অন্ধকার ছিল। তাই উলাভ কোথায় আছে, জেগে আছে না ঘুমিয়ে আছে তা বোঝা যাচ্ছিল না। এ কারণে বেন্ট ফিস ফিস করে বলল, উলাভ। তুমি জেগে আছো?
: হ্যাঁ, জেগে আছি। উহ! কী আনন্দ, তুমি দরজা খুলতে পেরেছো।
(চলবে)


আরো সংবাদ



premium cement