২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)

বলল বেন্ট। তা শুনে উলাভের চেহারায় চিন্তার ছায়া ফুটে উঠল। উলাভ বলল, বুঝলাম দৌড় দেবো। কিন্তু দৌড়ে দৌড়ে কোথায় যাবো?
বেন্ট বলল, কি মুশকিল, তাও তোমাকে বলে দিতে হবে। তুমি দৌড়াবে আমিও দৌড়াব। তুমি আমাকে ফলো করবে আর একসময় আমাদের বাসায় পৌঁছে যাবে। তারপর দু’জন মজা করে খেলব। এক সাথে ঘুরে বেড়াব।
উলাভ খুব খুশি হলো বেন্টের কথা শুনে। সে বলল, খুব ভালো বুদ্ধি। দাঁড়াও ভাই, আমি এখনি বের হয়ে আসছি।
সত্যি সত্যিই জানালার ফ্রেমটাকে ঠেলে ওপর দিকে তুলে তার নিচ দিয়ে উলাভ বের হয়ে এলো। তখন বেন্ট ছুটে গিয়ে আনন্দে জড়িয়ে ধরল ওকে। আর বলল, এ এলাকাটা তো আমার জানা শুনা নেই। তাই কিছুটা পথ তুমি আগে আগে যাও। বড় রাস্তায় গেলে আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবো। উলাভ বললো, আচ্ছা। তাই হবে। এসো আমার সাথে। উলাভ আগে আগে বাড়ি থেকে বের হলো। আর পথে পা দিয়েই দেখতে পেলো জেন্স ফিরে আসছে।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement